সোমবার লখনউয়ের ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট নেয় শ্রীলঙ্কা। কিন্তু ৪৩.৩ ওভারেই তারা অল আউট হয়ে যায়। তাদের সংগ্রহ ২০৯। মূলত অ্যাডাম জাম্পার লেগ স্পিন তারা সামলাতে পারেনি। ৪৭ রান দিয়ে ৪ উইকেট দখল করেন জাম্পা। অস্ট্রেলিয়া করে ৫ উইকেটে ২১৫। ফলে ৫ উইকেটে জিতে যায় তারা। জাম্পা ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন। পয়েন্ট টেবলের ১০ নম্বর থেকে আটে উঠে এসেছে অস্ট্রেলিয়া।
এ বারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো হয়নি পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। টানা দুই ম্যাচে হারে অজিরা। আজ অবশ্য হাসি ফুটল কামিন্সদের মুখে।
আর এ দিনের হারের পর শ্রীলঙ্কার হল হারের হ্যাটট্রিক। তারা এখনও কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পারায় তারা রয়েছে নবম স্থানে। নেট রান রেটের বিচারে নেদারল্যান্ডসের এক ধাপ ওপরে। তাদের পক্ষে নকআউট প্রায় নিশ্চিত হয়ে গেল বলে ধরে নেওয়া যেতে পারে।