প্রথম পাতা খবর বাড়তি পুলিশ, ওয়াচ টাওয়ার, পুজোয় কড়া নিরাপত্তা কলকাতায়

বাড়তি পুলিশ, ওয়াচ টাওয়ার, পুজোয় কড়া নিরাপত্তা কলকাতায়

399 views
A+A-
Reset

কলকাতা: মহালয়ার আগেই উদ্বোধন হয়ে গিয়েছে বেশ কিছু পুজোর। প্রথমা থেকেই মহানগরের বড়ো পুজোমণ্ডপে নেমেছে দর্শনার্থীর ঢল। এই আনন্দের উৎসবে যাতে নিরাপত্তা অটুট থাকে, তা নিয়েই বাড়তি উদ্যোগ কলকাতা পুলিশের। এ বছর চতুর্থী থেকে শহরের রাস্তায় অতিরিক্ত পুলিশ নামানো হচ্ছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে।

পুজোর দিনগুলিতে শহরে চলবে কড়া নজরদারি। চতুর্থী থেকে সেই নজরদারি আরও বাড়ছে। চতুর্থীর দিন থাকছে অতিরিক্ত ৪ হাজার পুলিশ কর্মী। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত শহরে মোতায়েন থাকছে অতিরিক্ত ৮ হাজার পুলিশ। সব মিলিয়ে পুজোর ক’দিন শহরের রাস্তায় পুলিশকর্মীর মোট সংখ্যা ১৪ হাজার ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ট্রাফিক নিয়ন্ত্রণে থাকছেন ৬ হাজার পুলিশ। শহরে নজরদারি জন্য থাকছে ৫১টি ওয়াচ টাওয়ার।

১৮ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন দায়িত্বে। সঙ্গে ৮২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারও থাকছেন। এছাড়া ২০০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন নজরদারিতে।

এ ছাড়া ২০০ জন ইনস্পেক্টরও রাস্তায় থাকবেন পুজোর ক’দিন। শহর জুড়ে প্রায় ৫১টি নজর-মিনার প্রস্তুত রাখা হচ্ছে। থাকছে ৩০টি অ্যাম্বুল্যান্স, ১৬টি কুইক রেসপন্স টিমও। গঙ্গার ঘাটগুলিতে থাকছে অতিরিক্ত বন্দোবস্ত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.