কলকাতা: দুর্গারত্ন পুরস্কার ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস! চার চারটি ক্লাব পেল সেরার শিরোপা! থিম, মণ্ডপসজ্জা থেকে বিষয় ভাবনার ওপর ভিত্তি করে দুর্গা রত্ন পুরস্কারের জন্য পুজোগুলিকে বেছে নিয়েছেন রাজ্যপাল।
রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে, মণ্ডপে বাঙালিয়ানার প্রতিফলন আছে কি না, সেটাও দেখেছেন রাজ্যপাল। তবে সেরা পুজো বাছাই করা হয়েছে সাধারণ মানুষের ভোটের ভিত্তিতে। রাজভবনের ইমেল আইডি-তে যে সব পুজোর নাম পৌঁছেছিল, তার মধ্যে থেকেই এই চারটিকে বেছে নেওয়া হয়েছে।
পুরস্কৃত চারটি পুজো
১. টালা প্রত্যয় (আলো ও ছায়ার সৃজনশীল ব্যবহার)
২. কল্যাণী আইটিআই (দৃষ্টি সুখ)
৩. বন্ধুদল স্পোর্টিং ক্লাব, বরানগর (পরিবেশ সচেতনতা)
৪. নেতাজি কলোনি লোল্যান্ড (উদ্ভাবনী থিম)
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র তরফে থেকে পুরস্কার মূল্য হিসেবে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বাছাই করা পুজোগুলিকে। পুরস্কারের পাশাপাশি বিজয়ী পুজো কমিটিগুলিকে একটি সম্মাননা পত্র ও একটি ফলকও দেওয়া হবে।