কলকাতা: বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারানোর সঙ্গেই এ বারের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। তবে তার আগে, আগামী রবিবার ইডেনে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্য়াচের টিকিট নিয়ে হাহাকার। এমন অবস্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, টিকিট নিয়ে যাবতীয় দায়িত্ব বিসিসিআই-এর। এখানে বাংলার ক্রিকেট সংস্থার (সিএবি) কিছু করার নেই।
বেশ কিছু দিন ধরেই টিকিট নিয়ে বিক্ষোভ চলছে। বৃহস্পতিবারও বিক্ষোভ হয়েছে। ঘোড়সওয়ার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেন। টিকিট কালোবাজারির অভিযোগে ইতিমধ্যেই এক ব্যক্তি ময়দান থানায় অভিযোগ করেছেন। ইতিমধ্যেই এই অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।
সৌরভ বলেন, “টিকিটের চাহিদা থাকবেই। ভারত ফাইনালে উঠে গেলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও টিকিটের হাহাকার থাকবে। এখানেও রয়েছে। একবার সিএবি বা বিসিসিআই-এর কাছ থেকে টিকিট বেরিয়ে গেলে কিছুই করার থাকে না। ফুটবল বিশ্বকাপেও আমি টিকিটের কালোবাজারি হতে দেখেছি। ১৭ লক্ষ টাকায় টিকিট বিক্রি হতে দেখেছি। সবটাই চাহিদার উপর নির্ভর করে।”
ইডেনে দাঁড়িয়েই সৌরভ আরও বলেন, “টিকিটের দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের। সিএবি-র সদস্যেরা টিকিট না পেলেও কিছু করার নেই। তা-ও তো সিএবি ৩০০০ টিকিট দিয়েছে সদস্যদের।”