প্রথম পাতা খেলা বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকার, অনন্য নজির মহম্মদ শামির

বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকার, অনন্য নজির মহম্মদ শামির

329 views
A+A-
Reset

চলতি বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচে ১৪ উইকেট। একই সঙ্গে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটশিকারি হওয়ার নজির গড়ে ফেললেন বাংলার পেসার মহম্মদ শামি।

এতদিন পর্যন্ত যুগ্মভাবে ছিলেন বিশ্বকাপের মঞ্চে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক ছিলেন জাভাগাল শ্রীনাথ এবং জাহির খান। বিশ্বকাপের মঞ্চে ৪৪টি করে শিকার রয়েছে তাঁদের। জাহির ৪৪টি উইকেট পেয়েছিলেন বিশ্বকাপের ২৩টি ম্যাচ থেকে। আর শ্রীনাথ ৪৪টি পান বিশ্বকাপের ৩৪ ম্যাচ থেকে।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কার তুলে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপেরমঞ্চে ৪৫ উইকেট তুলে নিয়ে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হওয়ার অনন্য নজির গড়ে ফেলেছেন শামি।

২০১৫-তে বিশ্বকাপে তাঁর আত্মপ্রকাশের পর থেকে ৩টি বিশ্বকাপে মোট ৩ বার ৫ উইকেট পেলেন। আর একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫টি উইকেট দখল করলেন ৪ বার। এই ৫ উইকেট নেওয়ার ব্যাপারেও ভারতীয় বোলার হিসাবে রেকর্ড করলেন শামি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.