কলকাতা: সোমবার ভবানীপুরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মমতা বলেন, “আমি মুখ্যমন্ত্রী, দেড় লাখ টাকা করে মাসে মাইনে পেতে পারি। অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারি। আমি এক লাখ পঁচিশ হাজার টাকা করে পেনশন পাই পার্লামেন্ট থেকে। এক পয়সাও নিইনি। সেই টাকা নিলেই তো আমার…আমি তো সাংসদ সাত বারের। আমার তো এখন ৪০ – ৫০ কোটি টাকা জমানো প্রয়োজন। নিই নাও তো এক পয়সা। একবারও কেউ স্বীকার করছেন, করেননি তো! তবু আমরা চোর”।
তিনি আঢ় আরও বলেন, “একটা ইনডিভিজুয়াল প্রবলেম দিয়ে…। সবথেকে বড় চোর যারা তারা মুখে গোবর লেপে দিয়ে বসে আছে। আর পুলিশের মুখে আটা ছুঁড়ে দিচ্ছে”।
কার্যত তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। লাগাতার চলছে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত। সম্প্রতি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বাম জমানার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “৩৪ বছর ধরে চাষিদের থেকে চাল কেনা হতো না। এটাকে স্বচ্ছ করতে আমাদের দশ বছর সময় লেগেছে”। তাঁর কথায়, যে এক কোটি রেশন কার্ড বাদ দেওয়া হয়েছে, সেই কার্ড দিয়ে বামফ্রন্টের আমলে চাল তোলা হতো। পাশাপাশি, ওই এক কোটি রেশন কার্ড ব্যবহার করে ‘ছাপ্পা ভোট’ দেওয়া হতো বলেও অভিযোগ করেন তিনি।