কলকাতা: কালীপুজোর রাআতে স্পেশাল ট্রেন চালাবে মেট্রো রেল। জানা গিয়েছে, রবিবার (১২ নভেম্বর) কালীপুজো উপলক্ষে রাতে স্পেশাল মেট্রো চালানো হবে। এতে দক্ষিণেশ্বর আর কালীঘাটে যাঁরা যেতে চান তাঁদেরও সুবিধা হবে।
রবিবার দক্ষিণেশ্বর ও কালীঘাটের কালী মন্দিরে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রাখে বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালীপুজোর দিন ডাউন এবং আপ লাইনে ৬৬টি করে মোট ১৩২টি মেট্রো চলবে। সকালে নির্দিষ্ট সময়েই শুরু হবে পরিষেবা। দমদম-দক্ষিণেশ্বর, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দমদম-কবি সুভাষ, দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। বাড়তি মেট্রো পাওয়া যাবে রাতে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, কবি সুভাষ স্টেশন থেকে স্পেশাল মেট্রো রাত ১০টায় ছাড়বে। সেটা রাত ১১টা বেজে ৩ মিনিটে দক্ষিণেশ্বর স্টেশনে এসে পৌঁছবে। আবার দক্ষিণেশ্বর স্টেশন থেকে একটি স্পেশাল মেট্রো রাত ১০টায় ছাড়বে। কবি সুভাষ স্টেশনে সেটা পৌঁছবে রাত ১১টা বেজে ১ মিনিটে।
তবে এই বিশেষ পরিষেবা কেবলমাত্র ব্লু লাইনের জন্য। রবিবার বলে গ্রিন লাইন বা পার্পল লাইনে কোনও পরিষেবা থাকবে না। অর্থাৎ, জোকা-তারাতলা এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধই থাকবে।