প্রথম পাতা খেলা সেমিফাইনালে কোহলি, শ্রেয়সের সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্য দিল ভারত

সেমিফাইনালে কোহলি, শ্রেয়সের সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্য দিল ভারত

446 views
A+A-
Reset

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেঞ্চুরির রেকর্ড গড়লেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ব্যক্তিগত ৫০টি শতরানের রেকর্ড গড়লেন তিনি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন সচিন তেণ্ডুলকর (৪৯টি)।

বুধবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২৯ বলে দুর্দান্ত ৪৭ রানের ইনিংস খেলেন রোহিত। শুভমন ৭৯ রান করার পর পায়ে টান ড্রেসিংরুমে ফির যান। পরে ফের ব্যাট হাতে নেমে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন তিনি।

উল্লেখযোগ্য ভাবে, বিরাট কোহলি ১১৭ রান করেন। বিরাট এক দিনের ক্রিকেটে ৫০তম শতরানটি করে প্রথমেই হেলমেট, গ্লাভস খুলে দু’হাত তুলে সচিনকে প্রণাম জানালেন। এ ছাড়া শতরান করেন শ্রেয়স আইয়ার-ও (৭০ বলে ১০৫ রান)। কেএল রাহুল ২০ বলে অপরাজিত ৩৯। সবমিলিয়ে ৫০ ওভারে ৩৯৭-৪ তুলে নেয় ভারত।

বুধবার ৫০তম শতরান করার আগেই সচিনের দু’টি রেকর্ড ভেঙে দিয়েছিলেন বিরাট। একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি অর্ধশতরান করলেন তিনি। তার পরেই এক বিশ্বকাপে সচিনের সর্বোচ্চ রানের নজিরও পেরিয়ে যান। সচিনের দখলে ৬৭৩ রান, অন্য দিকে এ বারের বিশ্বকাপে কোহলি এখনও পর্যন্ত করেছেন ৭১১ রান।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.