নয়াদিল্লি: সবথেকে বেশি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই। সেই তুলনায় একশো দিনের ভুয়ো জব কার্ডের ক্ষেত্রে সংখ্যার নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি যে তথ্য মঙ্গলবার সংসদে পেশ করেছেন, তাতেই এমন তথ্যই প্রকাশ্যে এসেছে।
কেন্দ্রীয় মন্ত্রীর লিখিত পরিসংখ্যান বলছে, গুজরাতে গত দু’বছরে ১০০ দিনের কাজে ভুয়ো জব কার্ড ধরা পড়েছে ৬ হাজার ২০৮টি। উত্তরপ্রদেশে সংখ্যাটা ৩ লক্ষ ৬৪ হাজার ৪০১, আর অসমে ১১ হাজার ১৪৪টি।
কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, বাংলায় গত দু’বছরে ভুয়ো জব কার্ড ধরা পড়েছে মাত্র ৫ হাজার ৬৫১টি। সংসদেই গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, ‘২০২২ সালের ৯ মার্চ থেকে পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া বন্ধ। বাকি রয়েছে ৫ হাজার ৫৫৩ কোটি টাকা।’ রাজ্যের হিসেবে অবশ্য ৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের দরবারে।
কিন্তু জব কার্ড ‘দুর্নীতি’র জন্য আর কোনো রাজ্যেই কেন্দ্রের বরাদ্দ টাকা আটকে থাকেনি। কোপ পড়েছে শুধু বাংলার প্রাপ্যে। আর তাই মঙ্গলবার সরকার ভুয়ো জব কার্ডের তথ্য প্রকাশ করা মাত্র উত্তাল হয়ে উঠল অধিবেশন। তৃণমূল সরাসরি অভিযোগ তুলল দ্বিচারিতার।