সাউথ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে এক দিনের সিরিজ শুরু করল ভারতীয় দল। রবিবার জোহানেসবার্গে কেএল রাহুলেরা জিতলেন ৮ উইকেটে। মাত্র ১১৭ রান তাড়া করতে নেমে ২০০ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ টিম ইন্ডিয়ার।
রবিবার জোহানেসবার্গে প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ১১৬ রানে। বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের পাঁচ উইকেট। সাউথ আফ্রিকার কোনও ব্যাটার ক্রিজে টিকতে পারেননি। টি-টোয়েন্টির মতো খেলতে গেছিলেন তাঁরা। প্রথম থেকেই আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাট করতে নেমে উইয়ান মাল্ডারের বলে মাত্র ৫ রান করে ফিরে যান রুতুরাজ এবং ৪৫ বলে ৫২ রান করেন শ্রেয়স আইয়ার। এর পর কেরিয়ারের প্রথম ওয়ান ডে ম্যাচে নেমেই হাফসেঞ্চুরি সুদর্শনের। ৪৩ বলে অপরাজিত ৫৫ রান করলেন তিনি। দলগত ১১১ রানের মাথায় সুদর্শন আউট হওয়ায় মাত্র তিন বল খেলার সুযোগ পেলেন তিলক বর্মা (১)। ১৬.৪ ওভারের মাথায় ২০০ বল বাকি থাকতে জয় তুলে নেয় ভারত।
রুতুরাজ গায়কোয়াড় এবং শ্রেয়স আয়ারের উইকেট হারিয়ে সহজ জয় তুলে নিল ভারত। ১৬.৪ ওভারে ২ উইকেটে ১১৭ রান ভারতের। গত পাঁচ বছরে এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে এক দিনের ম্যাচ জিতল ভারত। একইসঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে গেলেন কে এল রাহুলরা।