প্রথম পাতা খেলা কুস্তি ফেডারেশনের নতুন কমিটি সাসপেন্ড, কী বলছেন সাক্ষী মালিক

কুস্তি ফেডারেশনের নতুন কমিটি সাসপেন্ড, কী বলছেন সাক্ষী মালিক

458 views
A+A-
Reset

নয়াদিল্লি: রবিবার (২৪ ডিসেম্বর) একটি বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই)-র নতুন কমিটির স্বীকৃতি বাতিল। শুধু তাই নয়, সংস্থার নবনিযুক্ত প্রেসিডেন্ট সঞ্জয় সিংকেও পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে বর্তমানে প্রাক্তন মহিলা কুস্তিগির সাক্ষী মালিক বলেছেন, সরকারের এই সিদ্ধান্তে কুস্তিগিরদের মঙ্গল। অন্য দিকে, বিজেপি সাংসদ এবং যৌন হেনস্থায় অভিযুক্ত প্রাক্তন ডব্লিউএফআই প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং, কুস্তি ফেডারেশনের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি কুস্তি থেকে ‘সন্ন্যাস’ নিয়েছেন।

প্রতিবাদী কুস্তিগিরদের দাবি, নবনিযুক্ত প্রেসিডেন্ট সঞ্জয় সিং বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের ঘনিষ্ঠ। সঞ্জয় সিং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ব্রিজভূষণ সিংয়ের সঙ্গে দেখা করেন। দু’জনের ছবিও প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায়। তবে, সঞ্জয় সিংকে বেছে নেওয়ার বিষয়ে কুস্তিগিররা আপত্তি জানিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, ব্রিজভূষণের ঘনিষ্ঠ কাউকে নির্বাচন করার কারণে রেসলিং ফেডারেশনে কোনো পরিবর্তন হবে না।

এখন ক্রীড়ামন্ত্রক নতুন কমিটি সাসপেন্ড করায় অলিম্পিক পদক জয়ী সাক্ষী মালিক বলেছেন, ‘কুস্তিগিরদের উন্নতির জন্যই এমনটা করা হয়েছে। আমরা বলে আসছি এটা বোন-মেয়েদের লড়াই। এটাই প্রথম ধাপ। আমিও একমত। আমরা একজন মহিলা প্রেসিডেন্টের দাবি করছি, যাতে মেয়েরা নিরাপদ থাকে’।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.