প্রথম পাতা খবর টেট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ! পর্ষদের দাবি, ‘উদ্দেশ্যপ্রণোদিত’

টেট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ! পর্ষদের দাবি, ‘উদ্দেশ্যপ্রণোদিত’

553 views
A+A-
Reset

কলকাতা: রবিবার (২৪ ডিসেম্বর, ২০২৩) হয়ে গেল প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা (প্রাইমারি টেট)। তবে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছে পরীক্ষার্থীদের একাংশ। অন্য় দিকে, সুষ্ঠু ভাবে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পর্ষদ।

এ দিন পরীক্ষা চলাকালীন টেট পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল রয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের। ঘটনায় প্রকাশ, টেট পরীক্ষা চলাকালীন ফেসবুকে একটি প্রশ্ন পত্র ঘোরাঘুরি করছিল। একটি পেজ যার নাম ‘WB TET SLST SET CTET preparation’ সেই পেজ থেকে পোস্ট করা হয় একটি প্রশ্ন পত্র।

তবে, কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি, বলে দাবি করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি দাবি করেছেন, ‘এমন কোনও অভিযোগ পাইনি’। দুপুর ১টা থেকে এই প্রশ্নগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পর্ষদের মতে, যে সময় প্রশ্নপত্র ভাইরাল হয়েছে, সেই সময় পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। ফলে তাঁরা উপকৃত হননি। কোনও অসাধু চক্র ইচ্ছাকৃত পর্ষদকে কালিমালিপ্ত করতে এই ঘটনা ঘটিয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এটা করা হয়েছে।

বিষয়টি নিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, কিছু বিজেপি এবং সিপিএমের লোকের এটা ষড়যন্ত্র হতে পারে। এটা রাজ্যকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে মত তাঁর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.