কলকাতা: পূর্বাভাস মতোই পারদ বাড়ল বড়দিনের কলকাতায়। সোমবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। গত বছর বড়দিনে আলিপুরের পারদ ছিল ১৭.২ ডিগ্রিতে।
গত কয়েক দিন ধরে শীতের আমেজ বিরাজ করছিল দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়লেও সন্ধে নামলেই ফের কননে ঠান্ডা অনুভূত হচ্ছিল। তবে, শনিবার থেকে চড়ছিল তাপমাত্রার পারদ। আর বড়দিনে আগে থেকেই যেন কলকাতায় কর্পূরের মতো যেন উবে গেল জাঁকিয়ে শীত।
বড়দিনের ভোরে দেখা গেল ঘন কুয়াশা। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা সংলগ্ন জেলাগুলোও। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট থাকবে। এ দিন কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়াবিদদের মতে, গত কয়েক দিন ধরে উত্তরের শুকনো হাওয়ার প্রভাবে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছিল। এরই মধ্যে গতকালই বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। এর জেরে এ রাজ্যে বেড়েছে জলীয় বাস্পের উপস্থিতি। সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাও শীতের ইনিংসে বাধার সৃষ্টি করেছে। এর জেরেই বড়দিনে শীতের প্রত্যাশিত কনকনানি অনুভূত হচ্ছে না।
হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। মঙ্গলবারের পর আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। কোথাও আংশিক মেঘলা কোথাও সম্পূর্ণমেঘলা আকাশ। তবে আপাতত আগামী চার দিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির প্রক্রিয়া শুরু হলে দক্ষিণবঙ্গে বাড়বে পুবালী হাওয়ার দাপট। কমবে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব।