কলকাতা: বিজেপিতে পদ হারানোর পরে তৃণমূলেই ফিরছেন প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। সবকিছু ঠিকঠাক চললে নতুন বছরের প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফিরতে পারেন তিনি। সূত্রের খবর, ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই হতে পারে যোগদান।
বিজেপির সর্বভারতীয় পদে থেকেও রাজ্য বিজেপি নেতৃত্বের সমালোচনা এবং অনুপমের শাসক-ঘেঁষা অবস্থান নিয়ে বেশ কিছু দিন গেরুয়া দলের অন্দরে তোলপাড় চলছিল। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার বঙ্গ সফরের মাঝে পদ হারিয়েছেন অনুপম হাজরা। বিজেপির সর্বভারতীয় সম্পাদক থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।
এর পরই জল্পনা, তবে কি এ বার তৃণমূলে ফিরছেন বিজেপির সদ্য প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক? এরই মাঝে আরও একবার অনুপমকে ‘ভালো ছেলে’ বলে প্রশংসা করেছেন কাজল শেখের। ২০১৪ সালে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে কাজল শেখদের সৌজন্যেই অনুপম দিল্লিতে তৃণমূলের সাংসদ হন।
অনুপমের পদ হারানো প্রসঙ্গে কাজল শেখ বলেন, “বিজেপিতে কেউ ভালো লোক থাকতে পারে না। দাঙ্গাবাজ লোকেরা সেখানে থাকে। অনুপম ভালো ছেলে। পদ হারানো সেটা তাঁদের দলের বিষয়। অনুপমকে দলে নেওয়া না নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে। দল যাঁকে প্রার্থী করবে, এ বারও তাঁর হয়ে লড়াই করে তাঁকে জেতাবো।”