সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে পরাজিত ভারতীয় দল। তিন দিনের মধ্যে ৩২ রান এবং ইনিংসে টেস্ট হারলেন রোহিত শর্মারা।
প্রথম টেস্টে ভারত প্রথমে ব্যাট করে ২৪৫ রান করে। জবাবে সাউথ আফ্রিকা তোলে ৪০৮ রান। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৩১ রানে। প্রথম ইনিংসে ভারতের হয়ে শতরান করেন কেএল রাহুল। সাউথ আফ্রিকার কাগিসো রাবাডা নেন ৫ উইকেট। সাউথ আফ্রিকার ইনিংস দাঁড়িয়েছিল এলগারের ব্যাটিংয়ে ভর দিয়ে। যশপ্রীত বুমরা সেই ইনিংসে ৪ উইকেট নেন। ভারতের দ্বিতীয় ইনিংসে নান্দ্রে বার্গার এবং মার্কো জানসেন মিলে ৭ উইকেট তুলে নেন। ২ উইকেট নেনে রাবাডা।
এর মাঝেই বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে ৮২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। ১২টি চার এবং একটি ছক্কা মারেন বিরাট। এক দিনের ক্রিকেটের মেজাজে ছিলেন তিনি।
সাউথ আফ্রিকার পিচ, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি ভারতীয় দল। সেটাই দেখা গেল তাদের খেলায়। অভিজ্ঞ রোহিত শর্মা থেকে নতুন প্রসিদ্ধ কৃষ্ণ সকলেই ব্যর্থ হলেন। বিশেষজ্ঞরা এই হারের কারণ নিয়ে কাঠগড়ায় তুলছেন বোলারদের। বিশ্লেষকদের মতে, ম্যাচে যদি সবথেকে ফ্লপ কোনও বিভাগ থাকে, সেটা হল বোলিং। এরপর থাকবে ভারতের ব্য়াটিংয়ের টপ অর্ডার।