কলকাতা: বর্ষবরণের প্রাক্কালে সেভাবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আপাতত আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও। আগামী কয়েক দিন এ রকম আবহাওয়াই থাকবে। সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা। পরে মূলত পরিষ্কার আকাশ। জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতায় ফের পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের।
শেষ কয়েক দিন ধরে স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি উপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার কলকাতায় সকালের তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তবে, আগামী সপ্তাহে নতুন বছরে ফের পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের।
এরই মধ্যে শুক্রবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ের উঁচু এলাকা, সান্দাকফুতে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।