প্রথম পাতা খবর বর্ষবরণের রাতে শহরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা

বর্ষবরণের রাতে শহরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা

663 views
A+A-
Reset

কলকাতা: বর্ষবরণের রাতে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা পড়তে চলেছে কলকাতা। মানুষের এই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা দিতে তৎপর কলকাতা পুলিশ।

বর্ষবণের রাতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করছে লালবাজার। জানা গিয়েছে, ৩১ ডিসেম্বর কলকাতার রাজপথে মোতায়েন থাকবে আড়াই হাজার পুলিশ কর্মী। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি, ২০২৪ তারিখে ২৪০০ পুলিশ মোতায়েন থাকবে শহরের বুকে।

রবিবার বিকেল থেকেই পুরো পার্ক স্ট্রিট ছ’টি সেক্টরে ভাগ করা হবে। পুরো পার্ক স্ট্রিটের নিরাপত্তার দায়িত্বে থাকবে দশজন ডেপুটি কমিশনার পদ মর্যাদার পুলিশ আধিকারিক। তাদের সহযোগিতা করতে থাকবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর ও অন্যান্য পুলিশ কর্মীরা।

নাকা চেকিং চলবে জোরকদমে। পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের রাতে বাইকবাহিনীর বিধিভঙ্গ, দাপট বরদাস্ত করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাফিক আইন ভাঙলেই মোটরবাইক বাজেয়াপ্ত করবে পুলিশ। ইতিমধ্যেই ৫০টি পয়েন্ট ঠিক করা হয়েছে। যেখানে নাকা চেকিং চলবে। এমনকী স্পেশাল রেইড শাখার পক্ষ থেকেও চলবে অভিযান।

বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শুধু পার্ক স্ট্রিট নয়, সংলগ্ন মল্লিক বাজার, এজেসি বোস রোড, নিউ মার্কেট, বউ বাজার এবং এক্সাইড মোড়ের মত জায়গাতেও নজরদারি বাড়ানো হচ্ছে। বাইকের উপর নিয়ন্ত্রণ আনতে এবার ইএম বাইপাসে নজরদারি আগের থেকে বেশি রাখতে চলেছে লালবাজার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.