কলকাতা: দক্ষিণবঙ্গে সে ভাবে পড়েনি শীত। এরই মধ্যে কিছু জেলায় পূর্বাভাস রয়েছে বৃষ্টির। আবারও একবার বৃষ্টিপাতের ভ্রুকুটি বাংলায়। বৃহস্পতি এবং শুক্রবার পাঁচ জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
শীতের উত্তুরে হাওয়াকে আটকে রেখেছে পশ্চিমি ঝঞ্ঝা। স্বাভাবিকের থেকে উপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলাতেই চলতি সপ্তাহে নাকাল হতে চলেছে রাজ্যবাসী। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে পূবালী বাতাসের সঙ্গে হুহু করে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
ফলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার ইঙ্গিত রয়েছে। দক্ষিণবঙ্গে অন্তত আগামী সাতদিন শীত ফেরার কোনও আশা নেই বলেই মনে করা হচ্ছে। তাই আপাতত জমাটি ঠান্ডা অধরা। দিনকয়েক ভোরের দিকে কুয়াশা থাকবে। বেলা বাড়লে তা অনেকটাই কমে যাবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪ এবং ৫ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলি হল-বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান।