প্রথম পাতা খবর আফগানিস্তানে জোরাল ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা

আফগানিস্তানে জোরাল ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা

471 views
A+A-
Reset

নয়াদিল্লি: আফগানিস্তানে জোরাল ভূমিকম্প। তার জেরে বৃহস্পতিবার কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।

এ দিন দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে জোরাল কম্পন হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। ভূপৃষ্ঠের ২২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। এটি জোরাল ভূমিকম্পের পর্যায়ে পড়ে।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের কাবুলের উত্তর ও উত্তর-পূর্বে ২৪১ কিলোমিটার, ভারতের জম্মু ও কাশ্মীরের গুলমার্গের উত্তর-পশ্চিমে ৪৪৭ কিমি, ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের উত্তর-পশ্চিমে ৪৭৬ কিমি এবং পাকিস্তানের ইসলামাবাদের উত্তর-পশ্চিমে ৩৯০ কিমি দূরে অবস্থান করছে ভূমিকম্পের উৎসস্থল।

কম্পন অনুভূত হয় ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও। পাকিস্তানের পীর পাঞ্চল এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভারত-পাকিস্তান-আফগানিস্তান এই তিন দেশেই কম্পন অনুভূত হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.