কলকাতা: আগামী ২২ জানুয়ারি, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। ওই দিনই রাজ্যে ‘সংহতি যাত্রা’র ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিল ঠেকানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রামমন্দির উদ্বোধনকে ‘ভোটের আগে গিমিক’ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই দিনেই বিশেষ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মমতা জানান, ‘‘ওই দিন হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল হবে। তৃণমূলের পক্ষ থেকে সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে ওই কর্মসূচি করব।’’ যে কর্মসূচিকে মমতা ‘সংহতি যাত্রা’ বলে উল্লেখ করেছেন।
বুধবার এ বিষয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানানো হয়। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ।
হাইকোর্টে নিজের আবেদনে শুভেন্দু জানিয়েছেন, ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাস থেকে মিছিল করলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। আর এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন করেছেন তিনি। শুভেন্দুর যুক্তি, ওই দিনে হাজরা থেকে পার্ক সার্কাস অবধি মিছিল হলে ভুল বার্তা যেতে পারে। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।