রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উত্তরপ্রদেশের অযোধ্যায় সপরিবারে উপস্থিত হয়েছিলেন ভারতের বিজনেস টাইকুন মুকেশ অম্বানি। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে ২.৫১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছে অম্বানি পরিবার।
অম্বানি পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “এই পবিত্র প্রচেষ্টা, অযোধ্যায় রাম মন্দির, গভীর সাংস্কৃতিক গুরুত্ব বহন করে”।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ অম্বানি তার স্ত্রী নীতা অম্বানি নিজেদের ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে রাম মন্দির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনন্ত অম্বানির শীঘ্রই বিয়ে হতে যাওয়া স্ত্রী রাধিকা বণিক, এবং রিলায়েন্স জিওর সিইও আকাশ অম্বানি, তাঁর স্ত্রী শ্লোকা মেহতা এবং ইশা আম্বানি ও তাঁর স্বামী আনন্দ পিরামল এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
সংবাদ মাধ্যমের কাছে মুকেশ অম্বানি বলেন, তিনি “ভারতের নতুন যুগের সাক্ষী হতে পেরেছেন”।