প্রথম পাতা খবর পাকিস্তানেও নোটবন্দি! উন্নত নিরাপত্তা প্রযুক্তিতে সজ্জিত নতুন নোট আনছে পাক সরকার

পাকিস্তানেও নোটবন্দি! উন্নত নিরাপত্তা প্রযুক্তিতে সজ্জিত নতুন নোট আনছে পাক সরকার

330 views
A+A-
Reset

এক দিকে মুদ্রার ঘাটতি। অন্য দিকে, বাজারে ছেয়ে গিয়েছে জালনোট। পরিস্থিতি মোকাবিলায় উন্নত নিরাপত্তা প্রযুক্তিতে সজ্জিত নতুন নোট চালু করার সিদ্ধান্ত ঘোষণা করেছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের গভর্নর জামিল আহমেদ বলেছেন, নতুন নোটগুলি আন্তর্জাতিক উন্নত সুরক্ষা প্রযুক্তিতে সজ্জিত হবে। পাকিস্তানি মুদ্রার আধুনিকীকরণের জন্য এতে বিশেষ নিরাপত্তা নম্বর ও নকশা ব্যবহার করা হবে।

জামিল আহমেদ আরও জানিয়েছেন, এই পরিবর্তনটি ধীরে ধীরে করা হবে, যাতে অতীতে অন্যান্য দেশের মতো পাকিস্তানের জনসাধারণকে কোনও বাড়তি ঝক্কি পোহাতে না হয়। পাকিস্তানের আর্থিক বিশেষজ্ঞদের মতে, নগদ অর্থের ঘাটতিতে ভুগছে পাকিস্তানের অর্থনীতি। কালো টাকার অবৈধ ব্যবহারের ফলে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা উচ্চ মূল্যের নোটের প্রচলনের কারণে আরও সহজ হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তান দীর্ঘদিন ধরে বিশাল আর্থিক সংকটের সম্মুখীন। এরই প্রভাবে সেখানকার জনগণ ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। মানুষ বড় ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। ক্ষণে ক্ষণে সেখানকার দুর্দশা ও দারিদ্র্যের ছবি ভেসে উঠছে। এছাড়াও, পাকিস্তান সরকার আইএমএফ থেকে পাওয়া আর্থিক ত্রাণ প্যাকেজের জন্য অপেক্ষা করে। সেই রাস্তাও ক্রমশও বন্ধ হয়ে এসেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.