চণ্ডীগড়: হরিয়ানার হিসারের খেদি চৌপাতায় বিক্ষোভকারী কৃষক এবং পুলিশের মধ্যে তুমুল লড়াই। জানা গিয়েছে, শুক্রবারের এই সংঘর্ষে একজন পুলিশ অফিসার আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, এলাকায় চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সমস্ত রকমের পদক্ষেপ নিয়ে পুলিশ কৃষকদের ঘিরে রাখার চেষ্টা করে। পরে বেশ কয়েক বিক্ষোভকারীকে হেফাজতে নিতে দেখা যায়।
অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন বিক্ষোভকারী কৃষকরা। বিক্ষোভকারীরা পাথর ছুঁড়লে পুলিশের তরফেও লাঠিচার্জ করা হয়। পঞ্জাব সীমান্তের খানৌরিতে কৃষকদের মিছিল করা আটকাতে গেলেই এই সংঘর্ষ বেঁধে যায়।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লি চলো আন্দোলনের ডাক দিয়েছেন কৃষক আন্দোলনকারীরা। তাঁদের দাবিদাওয়া কেন্দ্রীয় সরকারের পৌঁছে দিতে এই আন্দোলন। ইতিমধ্যে সরকারের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে কৃষকদের। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। দিল্লির উদ্দেশ্যে সীমান্ত পার করার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে সংঘর্ষ কৃষকদের। ফসলের এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য, এবং কৃষি ঋণ মকুব, পেনশনের আইনি গ্যারান্টির দাবিতে ‘দিল্লি চলো’ মিছিলের ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি।