কলকাতা: সম্প্রতি এক শিখ পুলিশ আইপিএস অফিসারকে খলিস্তানি বলার ঘটনায় অজ্ঞাতপরিচয় বিজেপি নেতাদের বিরুদ্ধে দায়ের এফআইআর। এ বার এফআইআর দায়ের হল ভবানীপুর থানায়। শুক্রবার এই এফআইআর দায়ের করা হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গত মঙ্গলবার সন্দেশখালিতে গিয়েছিল বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল। সেই সময় এক শিখ আইপিএস অফিসারকে লক্ষ্য করে ‘খলিস্তানি’ মন্তব্য করা হয় বলে অভিযোগ। ওই বিতর্কের রেশ রাজ্য পেরিয়ে জাতীয় স্তরে পৌঁছয়।
পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ সুপারিনটেনডেন্ট হিসাবে কর্মরত জসপ্রীত সিং-এর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বলছেন, ‘আপনি আমাকে খালিস্তানি বলছেন কারণ আমি পাগড়ি পরে আছি।’ এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন শিখ সম্প্রদায়ের মানুষ।
সেই অভিযোগেই ভবানীপুর থানায় অভিযোগ জানিয়েছে গুরমীত সিং নামে এক ব্যক্তি। পদ্মপুকুর রোডের ইয়ুথ খালসা ক্লাবের নাম লিখেছেন। অভিযোগপত্রে গুরমীত জানিয়েছেন, ওই ঘটনায় শুধু শিখ পুলিশ কর্তাকে ধর্মীয় অবমাননাই করা হয়নি, পাশাপাশি বিভিন্ন ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ও হিংসা ছড়ানোরও চেষ্টা করা হয়েছে।