494
কলকাতা: সল্টলেকের কাদাপাড়ার ক্যালকাটা জুটমিলে ভয়াবহ আগুন। প্রচুর কাঁচা পাট মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন।
ঘটনায় প্রকাশ, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ আগুন লাগে বেলেঘাটা ইএম বাইপাসের ধারে কাদাপাড়া এলাকার ওই জুটমিলে। জুটমিলের তিন নম্বর গুদাম থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। গুদামে প্রচুর কাঁচা পাট মজুত থাকায় আগুন নিমেষে বিধ্বংসী চেহারা নেয়। দ্রুত ছড়াতে শুরু করে আশপাশের গুদামগুলিতে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা।
জুটমিল কর্তৃপক্ষের দাবি কোটি কোটি টাকার লোকসান হয়ে গেছে। ঠিক কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।
আপডেট আসছে…