কলকাতা: চলতি সপ্তাহের শুরুর দিক থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার রাতেও বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ কয়েকটি জেলা। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, বুধবার থেকে বদলাবে আবহাওয়া। বুধবার থেকে শনিবার পর্যন্ত আবহাওয়া শুকনো থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে আজ। এ দিন শুষ্ক থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া।এর পর রবিবার পর্যন্ত আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। উত্তরবঙ্গে মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। শুধুমাত্র শনিবার (২ মার্চ) দার্জিলিং এব কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
চলতি সপ্তাহে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশের পরিবর্তে পরিষ্কার আকাশের সম্ভাবনা বুধবার। শুষ্ক আবহাওয়া জেলাগুলিতে। আপাতত শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।