কলকাতা: সামনে লোকসভা ভোট। তার আগে কমল অসংরক্ষিত সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের টিকিটের দাম।
কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, অসংরক্ষিত সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের ন্যূনতম ভাড়া কমল ২০ টাকা। সর্বনিম্ন ভাড়া আবার কমিয়ে ১০ টাকা করা হয়েছে। কোভিড মহামারির সময় থেকে সাধারণ প্যাসেঞ্জার ট্রেন, মেল, এক্সপ্রেস-সহ সব ধরনের ট্রেনই চলছিল স্পেশাল ট্রেন হিসাবে। যার ফলে পরিবর্তন হয়েছিল ভাড়া কাঠামোয়। পরবর্তীতে জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে মেল, এক্সপ্রেস ট্রেনের ‘স্পেশাল’ তকমা সরানো হলেও প্যাসেঞ্জার ট্রেনগুলিতে এক্সপ্রেস ট্রেনের দরের ভাড়া গুনতে হচ্ছিল।
গত তিন বছর ধরে রেলওয়ে সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা রেখেছিল, যে কারণে স্বল্প দূরত্বে ভ্রমণকারীদেরও বেশি দাম দিতে হচ্ছিল, তবে এখন রেলওয়ে বোর্ড সাধারণ টিকিটের ভাড়া ৫০ কিলোমিটার প্রতি ১০ টাকা কমিয়েছে, সামগ্রিক ভাড়া আগের মতোই রয়েছে।