প্রথম পাতা খবর লোকসভা ভোটের মুখে জম্মু ও কাশ্মীরে বড় পদক্ষেপ অমিত শাহের মন্ত্রকের

লোকসভা ভোটের মুখে জম্মু ও কাশ্মীরে বড় পদক্ষেপ অমিত শাহের মন্ত্রকের

333 views
A+A-
Reset

নয়াদিল্লি: সামনে লোকসভা ভোট। তার আগে আবারও জম্মু ও কাশ্মীরে নতুন একটি পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। মঙ্গলবার ‘বেআইনি কার্যকলাপে’ জড়়িত থাকার অভিযোগে জম্মু-কাশ্মীর ন্যাশনাল ফ্রন্ট নামে একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। উপত্যকায় এই সংগঠনের নেতৃত্বে ছিলেন আহমেদ খান।

জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই জম্মু-কাশ্মীর ন্যাশনাল ফ্রন্ট নামে ওই সংগঠনটি উপত্যকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির যৌথ মঞ্চ হুরিয়ত কনফারেন্সের কট্টরপন্থী অংশের অন্যতম সদস্য। ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ) এর ক্ষমতা বলেই এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জেকেএনএফ বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। যা দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য অনুকূল নয়।

পরে এনিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তিনি লিখেছেন, ‘মোদী সরকার আজ জম্মু কাশ্মীর ন্যাশনাল ফ্রন্টকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই দল জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালাচ্ছে এবং সন্ত্রাসবাদকে সমর্থন করে, জাতির সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অখণ্ডতাকে চ্যালেঞ্জ করছে। আমরা ভারতের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস বাহিনীকে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.