প্রথম পাতা খবর ‘উত্তর প্রদেশের মতো বাংলাতেও বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি’: রাহুল

‘উত্তর প্রদেশের মতো বাংলাতেও বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি’: রাহুল

314 views
A+A-
Reset

ডেস্ক: রাজ্যে চার দফার ভোট হয়ে যাওয়ার পর এই প্রথম প্রচারে এলেন রাহুল গাঁধি৷ প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির নিজের এলাকা। সেই উত্তর দিনাজপুরের  নির্বাচনী প্রচারে এসে মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী৷ বেকারত্ব, শিক্ষাব্যবস্থা নিয়ে মমতাকে আক্রমণ করলেন বটে। তবে সেটা মোদীর তুলনায় অনেক মৃদুস্বরে। তাঁর অভিযোগ, বিজেপি বাংলায় বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাইছে৷ পাশাপাশি, অতীতে বিজেপি-র সঙ্গে জোটের কথা মনে করিয়ে দিয়েও মমতার অস্বস্তি বাড়ানোর চেষ্টা করেছেন কংগ্রেস নেতা৷


এদিন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে জনসভা করেন তিনি৷ বক্তব্যের বেশির ভাগ অংশেই অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি-কে আক্রমণ করেছেন রাহুল৷ তাঁর অভিযোগ, উত্তর প্রদেশের মতো বাংলাতেও বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি৷ আর একবার তা হলে বাংলায় আগুন জ্বলবে৷ আগুন লাগলে এখানে লাগবে৷ নরেন্দ্র মোদি, অমিত শাহ পুড়বেন না, ওনাদের নিরাপত্তা আছে৷ বাংলা জ্বলবে৷ বাংলার মা বোনেরা পুড়বে৷ একবার বাংলাকে বিভক্ত করতে পারলে এখানে আগুন লাগা কেউ আটকাতে পারবে না৷ এমন আগুন জ্বলবে যা আগে কেউ কোনওদিন দেখেননি৷ আমরা ভোটে লড়ছি না৷ ইতিহাস, ভাষাকে রক্ষা করার লড়াইয়ে নেমেছি৷


নোটবাতিল, জিএসটি, লকডাউন, নয়া কৃষি আইন নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বলেন, ‘প্রথমে দেশের ছোট ব্যবসায়ী তার পরে এখন কৃষকদের সর্বনাশ করে বাংলায় এসে বলছেন সোনার বাংলা গড়ব৷ সব জায়গায় গিয়ে তাই বলছেন৷ ভারতের অর্থনীতিকে নষ্ট করে দিয়েছেন৷

আরও পড়ুন: আমি আমাদের বাংলায় কোনও এন আর সি, সি এ এ করতে দেব না’: মমতা


বিজেপির সঙ্গে জোট নিয়ে মমতাকে খোঁচা দিয়ে বলেন, ‘‌তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই শুধু রাজনৈতিক। আর কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই রাজনৈতিক এবং আদর্শগত। বিজেপি একবার বাংলায় এলে আগুন জ্বলবে। আরএসএস–এর আদর্শ আমাদের সবথেকে বড় নেতা, গান্ধীজির হত্যার জন্য দায়ী৷ মরে গেলেও বিজেপির সঙ্গে আমরা হাত মেলাবো না৷ তাই কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেছেন মোদী৷

তৃণমূল কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেনি৷ কারণ তৃণমূল কংগ্রেসে ওদের আপত্তি নেই৷ ওনাদের লড়াই কংগ্রেসের সঙ্গে, কংগ্রেসের আদর্শের সঙ্গে৷ কারণ উনি জানেন যে রাহুল গান্ধী ওদের ভয় পায় না, বরং ওঁরাই রাহুল গান্ধীকে ভয় পায়৷ 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.