প্রথম পাতা বিনোদন ‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা

‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা

673 views
A+A-
Reset

টিভি সিরিয়াল ‘তারক মেহতা কা উল্টা চশমা’য় ‘সোধি’ চরিত্রে অভিনয় করা গুরচরণ সিং সোমবার থেকে নিখোঁজ। গুরচরণের বাবা পালাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। গুরচরণের বাবা বলেছেন যে তিনি মুম্বই যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু মুম্বই পৌঁছাননি, এমনকী বাড়িও ফেরেননি।

পালম থানায় দায়ের করা অভিযোগে সাধনগরের হরজিৎ সিং বলেছেন যে তাঁর ছেলে গুরচরণ সিং সোমবার সকালে মুম্বই যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিনেতা আইজিআই বিমানবন্দর থেকে মুম্বইয়ের ফ্লাইট ধরেছিলেন। কিন্তু তিনি মুম্বই পৌঁছাননি বা বাড়িও ফেরেননি। এমনকি তাঁকে মোবাইলেও পাওয়া যাচ্ছে না।

২৫ এপ্রিল বিকাল ৩টে নাগাদ, অভিনেতার বাবা দিল্লির পালাম থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন। পুলিশের হাতে এখন একটি সিসিটিভি রয়েছে, যাতে গুরচরণ সিংকে চলে যেতে দেখা যায়। অভিনেতার ফোনটিও ২৪ এপ্রিল পর্যন্ত কাজ করছিল, তবে এখন এটি বন্ধ বলে জানা গেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.