নয়াদিল্লি: : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হিন্দু-মুসলিম’ বক্তব্যকে নিশানা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। মঙ্গলবার তিনি বলেন, “শাসক দলের এজেন্ডা হল মিথ্যার রাজনীতি। বিজেপির নেতারা মিথ্যা বলেন। প্রতিটা নির্বাচন হিন্দু-মুসলিম ভিত্তিতে লড়াই করা হয় এবং প্রধানমন্ত্রী মোদী বারাণসীতে মিথ্যা কথা বলছেন। তিনি বলছেন যে তাঁরা হিন্দু-মুসলমান নিয়ে কোনো কথা বলেন না।”
মঙ্গলবার একটি নিউজ চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিশেষ একটি প্রশ্নের জবাব দেন মোদ। গত ২১ এপ্রিল রাজস্থানের জনসভায় ‘অনুপ্রবেশকারী’ এবং ‘যেসব লোকদের বেশি সন্তান রয়েছে’ সম্পর্কিত নিজের বক্তব্য নিয়ে একটি প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, এই বিবৃতিতে হিন্দু-মুসলিম উল্লেখ করেননি এবং তাঁর উল্লেখ ছিল দরিদ্র পরিবারগুলির প্রতি। এদিকে আরেকটি প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যেদিন হিন্দু- মুসলিম করব, সেদিন আমি সর্বজনীন জনজীবনে থাকতে পারব না।’
মোদীর এই বক্তব্যকে আক্রমণ করে প্রিয়ঙ্কা গান্ধী ব্যঙ্গাত্মক ভাষায় বলেন, “বাহ, যেখানেই নির্বাচন হয়, সেখানেই হিন্দু-মুসলিম, হিন্দু-মুসলিম। যথেষ্ট হয়েছে, সচেতন হোন। সবাই সচেতন হোন। তাঁরা ঈশ্বরের নামে ভোট চাইছেন। কিন্তু আপনার জীবিকার পথ বিপন্ন। প্রধানমন্ত্রী মোদী সারা বিশ্ব ঘুরে, বার বার নির্বাচনে একই কথা বলেন।
প্রিয়ঙ্কা গান্ধী আরও বলেন, “আমি তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছি, তাঁকে ইস্যুতে একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিন। তাঁকে তাঁর নীতির ভিত্তিতে একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিন। একবারটি বলুন এ দেশের সাধারণ মানুষের জন্য কী করা হবে? কী ভাবে এই দেশের কল্যাণ হবে। মধ্যবিত্তের জন্য কী করেছেন তিনি?”