খড়্গপুর: বেসরকারি লজ থেকে উদ্ধার প্রায় ৩৫ লক্ষ টাকা! রবিবার রাতে ঘটনাটি ঘটেছে খড়্গপুরে। এক বিজেপি নেতার কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভার পরেই এই টাকা উদ্ধারের ঘটনা।
রবিবার হঠাৎই পুলিশ খড়গপুরের একটি বেসরকারি লজে হানা দেয়, সেই লজ থেকেই উদ্ধার হয় প্রায় ৩৫ লক্ষ টাকা, তবে সেই টাকা কোথা থেকে এল তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ।
সূত্রের খবর, যে ব্যক্তির থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ বলে পরিচিত। এমনকি, ওই নেতাকে প্রধানমন্ত্রীর সভামঞ্চে দেখা গিয়েছে বলেও দাবি তৃণমূলের। প্রধানমন্ত্রীর সভার পরেই এই টাকা উদ্ধারের ঘটনা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খড়্গপুরের এক হোটেলে পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করল লাখ লাখ টাকা। এই ঘটনায় সমিত মণ্ডল নামে এক বিজেপি নেতাকে আটক করা হয়েছে। কোথা থেকে এল এত টাকা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক বিজেপি নেতাকে।