531
কলকাতা: আইপিএলের ফাইনালে উঠে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার চেন্নাইয়ে ফাইনাল। কেকেআরের প্রতিপক্ষ কে, তা দ্বিতীয় কোয়ালিফায়ারের পরেই ঠিক হয়ে যাবে। ফাইনালে কাদের সঙ্গে খেলতে হবে নাইটদের, সেটাই জানা যাবে আজ।
শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। আজ যারা জিতবে, তারাই ফাইনালে উঠে যাবে।
এ দিন চেন্নাইয়ে খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এ ছাড়া মোবাইলে সরাসরি সম্প্রচার হবে জিও সিনেমা অ্যাপে।
চলতি আইপিএলে খুব ভাল ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আমদাবাদে প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। কেকেআরই কি এ বারের প্রতিযোগিতা জিতবে?