কলকাতা: বিজেপির বসিরহাট জেলা সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন এ বার যোগ দিলেন তৃণমূলে। বৃহস্পতিবার, কলকাতার তৃণমূল ভবনে শশী পাঁজা এবং মমতাবালা ঠাকুরের উপস্থিতিতে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। দলবদল করেই করলেন বিস্ফোরক সব মন্তব্যও।
তৃণমূলে যোগ দিয়ে সিরিয়া জানিয়েছেন, তাঁর মন ভেঙে গিয়েছে। সন্দেশখালির ঘটনা যে বিজেপি টাকা দিয়ে সাজিয়েছে, সেই অভিযোগও করেছেন। সিরিয়ার দাবি, “এতদিন যা ঘটানো হয়েছে পরিকল্পিত। ঘটানো হবে আরও কিছু, তাও পরিকল্পিত। গতকাল সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি। আজ এখানে এসেছি।”
সিরিয়া আরও বলেন, “অনেকেই বলবে আমাকে তৃণমূল কিনে নিয়েছে। কিন্তু আর ক’দিন পর ভোট। এখন আমার কী পাওয়ার আছে? অসত্য কে সত্য প্রমাণের চেষ্টা চলছে। আর তৃণমূলের নেতারা জড়িত নন সন্দেশখালিতে। অভিযোগ ভুয়ো।”
ভোটের মাত্র কয়েকটা দিন আগে কেন দল ছাড়লেন? এমন প্রশ্নে সিরিয়া বলেন, ‘‘আমার লড়াই মহিলাদের সম্মানের জন্য। সন্দেশখালিতে মহিলারা নির্যাতিত, ধর্ষিত শুনে তাঁদের হয়ে আমি লড়াই করছিলাম। কিন্তু অনেক দিন ধরেই এ বিষয়ে একাধিক প্রশ্ন মনে উঁকি মারছিল। সন্দেশখালিতে গিয়ে সে সব প্রশ্নের উত্তর পেয়েছি। তার পরে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’’