প্রথম পাতা খবর শেষ দফার ভোটের আগে বাংলার সিএএ আবেদনকারীদের শংসাপত্র বিলি

শেষ দফার ভোটের আগে বাংলার সিএএ আবেদনকারীদের শংসাপত্র বিলি

321 views
A+A-
Reset

নয়াদিল্লি: শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। তার আগেই বড় চমক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, সিএএ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কমিটি বুধবার থেকে সিএএ আইন অনুযায়ী শংসাপত্র বিলির কাজ শুরু করেছে।

পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই আনা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। চার বছরের অপেক্ষার পর বিতর্কিত এই আইন কার্যকর হয়।

প্রসঙ্গত, লোকসভা ভোটের চতুর্থ দফার পরে গত ১৫ মে প্রথম বার ৩০০ জন সিএএ আবেদনকারীকে শংসাপত্র বিলি করেছিল নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা স্বয়ং দিল্লিতে ১৪ জন আবেদনকারীর হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দিয়েছিলেন। এবার বাংলার শরণার্থীরাও এই সুবিধা পাওয়া শুরু করলেন।

বুধবার ডায়মন্ড হারবার নির্বাচনী এলাকার মেটিয়াবুরুজে আয়োজিত এক সমাবেশে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সিএএ, এনআরসি বা ইউসিসি আমাদের বৈচিত্র্যকে মুছে দেবে। মানুষ যদি এই বিভেদের রাজনীতি না চায়, তাহলে তাদের অবশ্যই বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে।”

তাৎপর্যপূর্ণভাবে, বাংলায় যে আসনগুলি মতুয়া অধ্যুষিত সেই আসনগুলির ভোট মিটে গিয়েছে। তাই নাগরিকত্ব দেওয়া শুরু হলেও শেষ পর্বের ভোট তাতে কতটা প্রভাবিত হবে, সংশয় রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.