প্রথম পাতা খবর ‘এ বার বিজেপি ক্ষমতায় আসছে না’, ভোটপ্রচারের শেষবেলায় নিজের দাবিতে অনড় মমতা

‘এ বার বিজেপি ক্ষমতায় আসছে না’, ভোটপ্রচারের শেষবেলায় নিজের দাবিতে অনড় মমতা

318 views
A+A-
Reset

কলকাতা: যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং কলকাতা দক্ষিণে মালা রায়ের সমর্থনে বৃহস্পতিবার যাদবপুরের সুলেখা মোড় থেকে গোপালনগর পর্যন্ত রোড-শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা নির্বাচনের গোটা প্রচার পর্বে নরেন্দ্র মোদী এবার আর ক্ষমতায় আসছেন না বলে বারেবারেই দাবি করতে শোনা গিয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর প্রচার পর্বের শেষ লগ্নেও কার্যত সেই একই দাবি শোনা গেল মমতার মুখে।

যাদবপুরে রোড-শো শুরু আগে তৃণমূলনেত্রী বলেন, “হাওয়া চলছে। আমি দায়িত্বহীনভাবে কথা বলি না, দায়িত্ব নিয়ে কথা বলি, সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, এবার বিজেপি ক্ষমতায় আসছে না। দেশের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া। মিথ্যে কথা বলছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে। সব আমরা দিচ্ছি। একটা পয়সা দেয়নি, জিএসটির নামে সব পয়সা তুলে নিয়ে চলে যায়। রেশন আমরা দিই, জল আমরা দিই। বিদ্যুৎ সবটাই আমরা করি। এত মিথ্য় কথা বলার ধরন, আমি আগে কোনও প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করিনি, শুনিনি।”

ও দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন কন্যাকুমারী। বিবেকানন্দ যে পাথরের উপরে বসে ধ্যান করেছিলেন সেখানেই আগামী ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত ধ্যানমগ্ন থাকবেন নরেন্দ্র মোদী।

সে প্রসঙ্গে মমতা বলেন, “প্রতিবারেই ভোটের আগে কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে, আর ৪৮ ঘণ্টা পাবলিসিটি খায়। ৪৮ ঘণ্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধে ৬টা থেকে পরশু বিকেল ৬টা পর্যন্ত। আপনি ধ্যান করবেন… ধ্যান করুন, কেউ তো বারণ করেনি, ক্যামেরার সামনে কেন?”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.