প্রথম পাতা খবর সপ্তম দফা লাইভ: বিকেল ৫টা পর্যন্ত ভোটের হারে এগিয়ে বসিরহাট

সপ্তম দফা লাইভ: বিকেল ৫টা পর্যন্ত ভোটের হারে এগিয়ে বসিরহাট

375 views
A+A-
Reset

কলকাতা: আজ, শনিবার বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। একইসঙ্গে রয়েছে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এখানে রইল গুরুত্বপূর্ণ কিছু খবরের লাইভ আপডেট…

বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৯ আসনে ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ। ভোটদানের হারে এখনও এগিয়ে বসিরহাটই সেখানে ভোট পড়েছে ৭৬.৫৬ শতাংশ। দমদমে ভোট পড়েছে ৫৩.০৬ শতাংশ, বারাসতে ৫৯.৬৯ শতাংশ, জয়নগর (এসসি) ৬২.২৪ শতাংশ, মথুরাপুর (এসসি) ৬৩.৬৬ শতাংশ, ডায়মন্ডহারবার ৬১.০৮ শতাংশ, যাদবপুরে ৫৬.৪৯ শতাংশ কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৫৯.২৩ শতাংশ ও ৬০.৮৮ শতাংশ।

সন্দেশখালিতে বচসায় জড়ালেন রেখা পাত্র

বেলা গড়ালেও উত্তেজনার অন্ত নেই সন্দেশখালিতে। বিকেল ৪টের পর পুলিশের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় মহিলাদের। সন্দেশখালির বয়ারমারিতে বিক্ষোভ দেখায় বিজেপি। ঘটনাস্থলে পৌঁছান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী।

৩টে পর্যন্ত ভোটের হার

দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৫৮.৪৬ শতাংশ। ভোটদানের নিরিখে এগিয়ে বসিরহাট। সেখানে ৬৬.৭৬ শতাংশ ভোট পড়েছে। তার পরেই রয়েছে মথুরাপুর। সেখানে ৬৩.৬৬ শতাংশ ভোট পড়েছে। জয়নগরে ৬২.২৪ শতাংশ, ডায়মন্ড হারবারে ৬১.০৮ শতাংশ, বারাসতে ৫৯.৬৯ শতাংশ, যাদবপুরে ৫৬.৪৯ শতাংশ, দমদম ৫৩.০৬ শতাংশ, কলকাতা উত্তরে ৫১.২২ শতাংশ এবং কলকাতা দক্ষিণে ৫০.৬১ শতাংশ ভোট পড়েছে।

বারাসতে তৃণমূল- আইএসএফ সংঘর্ষ

বেলা ২টো নাগাদ উত্তপ্ত হয়ে উঠল বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরের বাঁকপুল চাক এলাকা। একে অপরের দিকে ইট ছোড়ার অভিযোগ তৃণমূল- আইএসএফের বিরুদ্ধে। ৭৩ নম্বর বুথের কাছে ঘটে এই ঘটনা। আইএসএফ প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা।

দুপুর ১টা পর্যন্ত ভোটের হার

দুপুর ১টা পর্যন্ত রাজ্যের ৯ আসনে ভোট পড়েছে ৪৫.০৭ শতাংশ। তার মধ্যে বারাসতে ৪৭.৪৯ শতাংশ, বসিরহাটে ৫০.৮৯ শতাংশ, ডায়মন্ড হারবারে ৪৭.৩৩ শতাংশ, দমদমে ৪১.০৯ শতাংশ, যাদবপুরে ৪৩.২৫ শতাংশ, জয়নগরে ৪৮.২৭ শতাংশ, কলকাতা দক্ষিণে ৩৯.৭০ শতাংশ, কলকাতা উত্তরে ২৪.০২ শতাংশ এবং মথুরাপুরে ৩০.৫০ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে বরানগর বিধানসভার উপনির্বাচনে ভোট পড়েছে ৪১.১০ শতাংশ।

ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ

বারবার বিক্ষোভের মুখে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। গো-ব্যাক স্লোগান তুলেছেন। প্রতিবাদে তিনি রাস্তায় বসে পড়েন। ফলতা রোডের ঘটনা। প্রায় দেড় ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা গেলেও আবারও মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। ঝাঁটা এবং জুতা দেখানো হয় বিজেপি প্রার্থীকে।

সন্দেশখালিতে সংঘর্ষ

সকাল থেকেই উত্তেজনা অব্যাহত বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে। বেলা গড়াতে তা আরও ব্যাপক আকার নেয়। সন্দেশখালির বয়ারমারীতে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। মাথা ফাটল বিজেপি কর্মীর। আহত বিজেপি কর্মীর নাম চঞ্চল খাটুয়া।

বেলা ১১টা অবধি ভোটের হার

বেলা ১১ টা পর্যন্ত বাংলার ভোটের গড় হার ২৮ শতাংশ। দমদমে ২৪.৮৩ শতাংশ, বারাসতে ২৮.৭৬ শতাংশ, বসিরহাটে ৩২.৫৭ শতাংশ, জয়নগরে ৩০.২৫ শতাংশ, মথুরাপুর ৩০.৫০ শতাংশ, ডায়মন্ড হারবার ৩১.৫১ শতাংশ, যাদবপুর ২৬.৫৯ শতাংশ, কলকাতা দক্ষিণ ২৪.০২ শতাংশ, কলকাতা উত্তর ২৪.২৪ শতাংশ। 

তন্ময় ভট্টাচার্যকে ধাক্কা

বরানগর উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে এদিন প্রথমে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। পরে তাঁকে ধাক্কা মেরে ঠেলে দেওয়া হয় বলে অভিযোগ। হাত ধরে টানাটানি করার ছবিও প্রকাশ্যে এসেছে। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ভোটগ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন তিনি।

তাপস রায়কে ঘিরে উত্তেজনা

কলকাতা উত্তর কেন্দ্রের কাশীপুরে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। এলাকায় আসেন বিজেপি প্রার্থী তাপস রায়। তাঁকে উত্তেজনা দেখা দেয়। ধাক্কাধাক্কিও হয় দু’তরফের।

ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে

সন্দেশখালিতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের। ভাঙড়ে বিক্ষিপ্ত অশান্তি। সাতুলিয়ায় বোমাবাজি, উত্তেজনা থামাতে পুলিশের লাঠিচার্জ। কুলতলিতে ইভিএম, ভিভিপ্যাট পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় উত্তেজনা। কদম্বগাছিতে আক্রান্ত এক বিজেপি নেতার মেয়ে। ভাঙড়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন আইএসএফ প্রার্থী। বাঘা যতীনে বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ স্থানীয়দের।

বিক্ষিপ্ত অশান্তি ভাঙড়ে

ভোটের আগে থেকেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে ভাঙড়ে। এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ ভাঙড়ের ফুলবাড়িতে বুথে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা আইএফএফের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত।

জলে ইভিএম

সকাল সকাল কুলতলিতে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। ইভিএম জলে ফেলে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

ভোটগ্রহণ শুরু

সকাল ৭টা শুরু ভোটগ্রহণ। তার আগে বুথে বুথে ইভিএম পরীক্ষা। মোতায়েন ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রায় ২ হাজার কিউআরটি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.