প্রথম পাতা খবর হাড্ডাহাড্ডি লড়াইয়ে বরানগর উপনির্বাচনে শেষ হাসি হাসলেন সায়ন্তিকা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বরানগর উপনির্বাচনে শেষ হাসি হাসলেন সায়ন্তিকা

398 views
A+A-
Reset

কলকাতা: গণনার দিনভর হাড্ডাহাড্ডি লড়াই। শেষমেশ বরানগর বিধানসভার উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

এ দিন বাংলার নজর মূলত ৪২ আসনের ফলাফলের দিকেই। তারই মধ্যে অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দু বরানগরের উপনির্বাচনের ফলাফল। এবারে সেখানেও প্রায় সব দলের পক্ষে রয়েছে হেভিওয়েট প্রার্থী। বিজেপির টিকিটে লড়ছেন সজল ঘোষ। তৃণমূল তরফে টিকিট পেয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বামেদের তরফে লড়ছেন তন্ময় ভট্টাচার্য।

সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে এই উপনির্বাচনের ভোটগণনায়। কখনও এগিয়েছেন বিজেপির সজল, কখনও তাঁকে পিছনে ফেলেছেন তৃণমূলের সায়ন্তিকা। তবে, শেষমেশ নিকটবর্তী বিজেপি প্রার্থী সজল ঘোষকে ৮০০৮ ভোটে হারিয়ে তিনি জয়ী হয়েছেন।

প্রসঙ্গত, এদিন সকালে ভোট গণনা শুরু হতে না হতেই দেখা যায় ঝড় তুলতে শুরু করেছেন সজল। কিন্তু, বেলা বাড়তেই ঘুরতে থাকে খেলা। শেষ হাসি হেসেছেন তৃণমূল প্রার্থী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.