সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাড়িতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠকের পরের দিন, বৃহস্পতিবার অখিলেশ-অভিষেক বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে।
তৃণমূল সূত্রের খবর, আজ বেশ খানিক্ষণ অখিলেশের সঙ্গে কথা হয়েছে অভিষেকের। সঙ্গে ছিলেন ডেরেক ও’ব্রায়েন। যদিও এই বৈঠককে নিতান্তই ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে বর্ণনা করেছেন তিনি।
বুধবারের বৈঠকেই কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। তারা ঠিক করেছে, আপাতত কেন্দ্রে সরকার গড়া তাদের লক্ষ্য নয়। বদলে তারা শপথ নিয়েছে ঐক্যবদ্ধ বিরোধী হিসাবে দেশের মানুষের জন্য কাজ করার এবং তাঁদের দাবি আদায় করা। গতকালের ওই বৈঠকে ছিলেন অখিলেশ-অভিষেক দু’জনেই।
তার পরের দিনই অখিলেশের বাড়িতে তৃণমূল নেতাদের এই বৈঠক নিয়ে যথেষ্ট জল্পনা ছড়ায়। প্রশ্ন একটাই, কী নিয়ে আলোচনা হল? সে নিয়ে অবশ্য মুখ খোলেনি কোনওপক্ষই। অভিষেক বৈঠক শেষে বেরিয়ে এসে জানিয়েছেন এটা নিতান্তই সৌজন্য সাক্ষাৎ।