কোলাঘাট: এ বার কোলাঘাটে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় একটি বাড়ি ধূলিসাৎ হয়ে যায়। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের অন্তত ৪-৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তবে কোনো হতাহতের খবর মেলেনি।
ঘটনায় প্রকাশ, রবিবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ স্থানীয় আনন্দ মাইতির বাড়িতে বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়ি। পরিবারের সদস্যেরা দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার সকালেও কোলাঘাট থানার পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। আশার খবর বলতে একটাই। এখনও পর্যন্ত কেউ হতাহত হয়েছেন বলে জানা যায়নি।
উল্লেখ্য, গত বছর, ১৬ মে, এগরার খাদিকুলের একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে, এই কারখানাটি ভানু বাগের। পরে সে নিজেও মারা যায়।