প্রথম পাতা খবর নতুন মাথাব্যথা মোদীর! লোকসভার স্পিকার পদ নিয়ে দড়ি টানাটানি টিডিপি-জেডিইউ-বিজেপির

নতুন মাথাব্যথা মোদীর! লোকসভার স্পিকার পদ নিয়ে দড়ি টানাটানি টিডিপি-জেডিইউ-বিজেপির

279 views
A+A-
Reset

লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা মেলেনি বিজেপির। এনডিএ শরিকদের উপর নির্ভর করে রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। তিনি ছাড়াও ৭২ জন মন্ত্রীও শপথ নিয়েছেন। মন্ত্রীসভার শপথের পর এখন মন্ত্রক ভাগাভাগি নিয়ে বৈঠক হচ্ছে, এরপরই জানা যাবে কে কী পাচ্ছেন।

তবে, আরেকটি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে এবার লোকসভার স্পিকার পদ কে পাবেন। কিছু মিডিয়া রিপোর্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এনডিএ-র বড় দল টিডিপি এবং জেডিইউ এবং কিংমেকার হিসাবে পরিচিত দলগুলি বিজেপির কাছে এই পদটি দাবি করেছে। অন্যদিকে বিজেপি এই পদ‌টি কাউকে দিতে রাজি নয়।

স্পিকার (লোকসভা অধ্য়ক্ষ) পদকে রাজনৈতিক ‘বিমা’ হিসেবে দেখছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ সভাপতি নীতীশ কুমার । প্রকৃতপক্ষে, গত কয়েক বছরে, শাসক দলগুলির মধ্যে বিদ্রোহের অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে, যে কারণে দলগুলির মধ্যে বিভাজন দেখা গেছে এবং অনেক জায়গায় রাজ্য সরকার পর্যন্ত পড়ে গেছে।

এই ধরনের ক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হয় এবং এই আইনটি হাউসের স্পিকারকে একটি শক্তিশালী অবস্থান নেওয়ার অধিকার দেয়। আইন অনুযায়ী, দলত্যাগের কারণে সদস্যদের অযোগ্য ঘোষণা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হাউসের স্পিকারের রয়েছে। এ কারণেই এই পদে দুই নেতারই নজর রয়েছে। আগলে রাখার কারণ রয়েছে বিজেপি-রও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.