কলকাতা: পর পর দুবার বিপুল ভোটে জয়। তার পরও মোদী মন্ত্রীসভায় ঠাঁই মেলেনি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। অথচ তাঁর থেকেও কম ব্যবধানে জিতে মন্ত্রিত্ব পেয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকর, সুকান্ত মজুমদার। ভোটের ফল ঘোষণার পর রাজ্য বিজেপিতে যখন বেসুরো গাইছেন অনেকে, সে সময় মন্ত্রিত্ব না পেয়ে কী বলছেন জগন্নাথ?
মন্ত্রিত্ব না পেয়ে চাপা অভিমান যে রয়েছে, তা প্রকাশ পেয়েছে তাঁর মন্তব্যে। টেনে এনেছেন এ বারের ভোটে টিকিট পাওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ। নিজের দলেরই একাংশকে কাঠগড়ায় তুলে তিনি বলেছেন, “দলের অনেরেই এবার বিরোধিতা করেছিল আমার টিকিট পাওয়ার ক্ষেত্রে। দু-একজন বাদে সকলেই প্রচার করেছিল আমি হেরে যাব বলে। কিন্তু মানুষ আমার সঙ্গে ছিল। তাই জয়লাভ করেছি।”
পাশাপাশি মন্ত্রিত্ব না পাওয়ার প্রসঙ্গে জগন্নাথ বলেন, “দল যখন সিদ্ধান্ত নেয় তার পিছনে নিশ্চয় কোনও ভাবনা থাকে। নিশ্চয় ভালর জন্যই সেই ভাবনা। সেই ভাবনা ভুল কী ঠিক, পরবর্তী কালে তা জানা যায়। তবে আপাতত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দলের ভালর জন্যই। আগেও বলেছি আমি দলের একজন সৈনিক মাত্র।”
প্রসঙ্গত, ২০১৯ সালে রানাঘাট থেকে জগন্নাথের জয়ের ব্যবধান ছিল ২ লক্ষ ৩৩ হাজারের বেশি। শোনা গিয়েছিল কেন্দ্রে মন্ত্রী হতে পারেন তিনি। এ বার ১৮৬৮৯৯ ভোটে জিতেছেন। মন্ত্রী হতে পারেন বলে গতবারের মতো এবারও হাওয়ায় ভাসছিল তাঁর নাম। যদিও শেষপর্যন্ত শিকে ছেঁড়েনি।