নয়াদিল্লি: নিট নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা করল কেন্দ্রীয় সরকার। হলফনামায় বলা হয়েছে, সরকার একটি সমাধান খুঁজে বের করার জন্য সবরকম প্রচেষ্টা চালাচ্ছে। নতুন করে পরীক্ষা হবে কি না, সে বিষয়ে মত চেয়েছিল শীর্ষ আদালত।
কেন্দ্রের তরফে বলা হয়েছে, কোনও অযোগ্য পরীক্ষার্থী যাতে কোনওভাবেই সুবিধা না পায় সেটাও নিশ্চিত করা হবে। সরকার সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য একটি শক্তপোক্ত পরীক্ষা প্রক্রিয়া তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার কেন্দ্রীয় সরকার দাবি করে, নিট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বড়সড় কোনও অনিয়ম হয়েছে অথবা স্থানীয় ভাবে একসঙ্গে অনেক পরীক্ষার্থী সুবিধা পেয়েছেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি৷
হলফনামায় নল হয়েছে, পুনরায় নিট ইউজি পরীক্ষা নেওয়ার পক্ষে নয় তারা৷ কেন্দ্রের যুক্তি, ভিত্তিহীন সন্দেহ এবং অভিযোগের কারণে পুনরায় পরীক্ষা নিলে প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থীর উপরে চাপ সৃষ্টি করা হবে৷ তার চেয়ে জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে চার দফায় নিট-ইউজি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কাউন্সেলিং শুরু করে দিতে চায়৷ যদি প্রমাণিত হয় যে কোনও পরীক্ষার্থী অন্যায় ভাবে কোনও সুবিধা নিয়েছেন, সেক্ষেত্রে কাউন্সেলিং চলাকালীন অথবা তার পরেও সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বাতিল করা হবে৷