প্রথম পাতা খবর আজ শুরু সংসদের বাজেট অধিবেশন, পেশ হতে পারে একাধিক বিল

আজ শুরু সংসদের বাজেট অধিবেশন, পেশ হতে পারে একাধিক বিল

210 views
A+A-
Reset

নয়াদিল্লি: আজ, সোমবার (২২ জুলাই) থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আগামী ১২ অগস্ট পর্যন্ত চলবে অধিবেশন। মনে করা হচ্ছে, সোমবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করতে পারেন। এই অধিবেশনে অর্থবিল ছাড়াও আরও কয়েকটি বিল পেশ হতে পারে সংসদে। আগামীকাল বাজেট পড়ে শোনাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

কবে কখন বাজেট পেশ?

সংসদের বাজেট অধিবেশন চলবে ২২ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত। আগামী ২৩ জুলাই, ২০২৪ সংসদে সকাল ১১টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

সাধারণের প্রত্যাশা

এবার লোকসভা নির্বাচনে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং এনডিএ জোট সরকার গঠিত হয়েছে। এমতাবস্থায় সরকার সাধারণ জনগণ, করদাতা ও চাকরিজীবীদের জন্য পূর্ণাঙ্গ বাজেটে বড় ধরনের ঘোষণা থাকবে বলে ধারণা করা হচ্ছে। এবার মধ্যবিত্তের ওপর সরকারের বিশেষ নজর থাকতে পারে। এ জন্য আয়করে ত্রাণ ঘোষণা করা সম্ভব।

বাজেট অর্থনীতির জন্য সম্ভাব্যভাবে কী কী থাকতে পারে?

বাজেটে পরিকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা, রেলপথ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট

২০২৫ অর্থবছরের অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল গত ১ ফেব্রুয়ারি। লোকসভা ভোটের আগে ওই অন্তর্বর্তী বাজেটে মূলধন লাভ কাঠামোর উপর স্থিতাবস্থা বজায় রেখেছিলেন অর্থমন্ত্রী। এরপর ২৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৮তম লোকসভার প্রথম অধিবেশনে নতুন সদস্যরা শপথ নেওয়ার পরে এটি সংসদের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.