কলকাতা: সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে।
তবে কলকাতায় বৃষ্টি হলেও আপাতত শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে। মঙ্গল থেকে বুধবার কলকাতার তাপমাত্রার সর্বোচ্চ পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আজ উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে।