কলকাতা: এমনিতেই আলুর দাম পৌঁছেছে ৩৫-৪০ টাকা প্রতি কেজি। তার উপর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতির জেরে আবার বাজারে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার থেকেই শুরু হয়েছে আলু ব্যবসায়ীদের ধর্মঘট। আলু না থাকায় রাজ্য জুড়েই বাজারগুলোতে ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। আলুর দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন খুচরো ব্যবসায়ীরা।
সমিতির দাবি, বেআইনি ভাবে আলুর গাড়ি আটকানো হচ্ছে। তাই ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হয়েছে তাঁরা। ছোট ও মাঝারি আলু ভিন রাজ্যে মূলত বিহার, ঝাড়খণ্ডে বিক্রি হয়। কিন্তু, সেই আলু সীমানায় আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সরকারের সহযোগিতার দাবি করেছেন তাঁরা।
রাজ্যে গড়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন আলুর প্রয়োজন পড়ে খাওয়ার জন্য। কিন্তু সোমবার থেকে হিমঘর থেকে আলু বেরনোই বন্ধ হয়ে পড়ছে। গত শনিবার হিমঘর থেকে যে পরিমাণ আলু বার করা হয়েছিল, তা-ও বাজারে প্রায় শেষের দিকে। এই পরিস্থিতিতে আশঙ্কা, খুচরো ব্যবসায়ীদের কাছে যা আলু মজুত আছে, তা তাঁরা যে দাম বাড়িয়েই বিক্রি করবেন, সেটা ধরে নেওয়া যেতে পারে।