প্রথম পাতা খবর কর্মসংস্থানে জোর বাজেটে, ১ কোটি তরুণ-তরুণীর জন্য আকর্ষণীয় ইন্টার্নশিপ প্রকল্প চালু করার ঘোষণা

কর্মসংস্থানে জোর বাজেটে, ১ কোটি তরুণ-তরুণীর জন্য আকর্ষণীয় ইন্টার্নশিপ প্রকল্প চালু করার ঘোষণা

343 views
A+A-
Reset

নয়াদিল্লি :ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং আগামী কয়েক বছরে তৃতীয় বৃহত্তম হওয়ার পথে রয়েছে বলে দাবি মোদী সরকারের। সেই দাবির সঙ্গে সামঞ্জস্য রেখেই এ দিন পেশ করা বাজেটে উঠে এল বেশ কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এর মধ্যে কর্মসংস্থানে উল্লেখযোগ্য বৃদ্ধির লক্ষ্য স্থির করেছে কেন্দ্রীয় সরকার।

কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন খাতে একটি বড় উৎসাহ দিতে অর্থমন্ত্রী সীতারামন বলেছেন যে সরকার ৫০০ টিরও বেশি সংস্থায় ১ কোটি তরুণ-তরুণীর জন্য একটি ইন্টার্নশিপ প্রকল্প চালু করতে প্রস্তুত। তিনি বলেন, “সরকার ৫০০টি শীর্ষস্থানীয় কোম্পানিতে ১ কোটি যুবদের ইন্টার্নশিপ সুযোগ প্রদানের জন্য একটি প্রকল্প চালু করবে যার মাধ্যমে প্রতি মাসে ৫০০০ টাকা ইন্টার্নশিপ ভাতা এবং ৬০০০ টাকা এককালীন সহায়তা দেওয়া হবে”।

বিশ্লেষকদের মতে, উৎপাদন শিল্পে নতুন কর্মসংস্থানের জন্য বাড়তি উদ্যোগ কর্মসংস্থানে একটি উল্লেখযোগ্য উৎসাহ দেবে। নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে একটি বড় অংশকে কভার করার জন্য সুবিধা এবং যোগ্যতাও উল্লেখযোগ্য। সরকারের এই পদক্ষেপ সেই চাহিদা পূরণ করবে।

এ ছাড়াও এমএসএমই-কে তাদের আর্থিক সংকটের ব্যাঙ্ক ক্রেডিট অব্যাহত রাখার সুবিধার্থে একটি নতুন প্রক্রিয়া ঘোষণা করা হয়েছে। মুদ্রা ঋণের সীমা ১০ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.