কলকাতা: উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথগ্রহণ নিয়েও রাজভবনের সঙ্গে টানাপড়েন চলছে বিধানসভার। এর মধ্যে সোমবার, বিধানসভায় অধিবেশন শুরুর দিন স্পিকার জানিয়ে দেন, মঙ্গলবারই রীতি মেনে শপথ নেবেন নতুন চার বিধায়ক। সেই মতোই মঙ্গলবার শপথ নিলেন চার বিধায়ক।
এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য বিধানসভায় শপথ নিলেন চার বিধায়ক মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, সুপ্তি পাণ্ডে এবং মধুপর্ণা ঠাকুর।
অন্যদিকে, শপথগ্রহণের সময় অনুপস্থিত রইল বিজেপির পরিষদীয় দল। তাদের দাবি, সংবিধান মেনে শপথ হচ্ছে না। তাই শপথগ্রহণের সময় থাকছে না তারা।
বলে রাখা ভালো, এই চার বিধায়কের শপথ গ্রহণের জন্য রাজ্যপালকে চিঠি দিয়েছিল বিধানসভার সচিবালয়। কিন্তু সেখান থেকে কোনো সদর্থক বার্তা মেলেনি। মুখ্যমন্ত্রী এ দিন জানান, “আজ মাননীয় অধ্যক্ষ এই বিধায়কদের যে শপথ পাঠ করিয়েছেন, সেটা সর্বসম্মতিক্রমে হয়েছে। যদি কারও আপত্তি করার বিষয় ছিল, তাহলে তারা বিধানসভায় উপস্থিত থেকে সেটা করতে পারতেন।”