কলকাতা: আজ, শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা-সহ বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস বলছে, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস রয়েছে। তার জেরেই দক্ষিণবঙ্গে হতে পারে লাগাতার বৃষ্টি। তবে, এই সময়কালে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে।
ও দিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে ধীরে ধীরে কমেছে বৃষ্টির দাপট। শুক্রবার খুবই কম বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে ছবিটা বদলাতে পারে শনিবার থেকে। শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এরমধ্যে শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।