কলকাতা: রাজভবনে আটকে রয়েছে রাজ্যের পাঠানো একাধিক বিল। কিন্তু রাজ্যপাল তাতে সই না করায় সেগুলি আইনে পরিণত হচ্ছে না। এই অভিযোগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সেই মামলার শুনানিতে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
এই অভিযোগে রাজ্যপালের সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার এই মামলার শুনানি করে সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে রাজ্যপালকেই নোটিস পাঠানোর কথা জানিয়েছে। একই সঙ্গে নোটিস দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও।
রাজ্যের অভিযোগ, গত কয়েক বছরে প্রচুর বিল রাজভবনে জমে রয়েছে। রাজ্যপাল তাতে সম্মতি দেননি। রাজ্যপাল কোনও বিল নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে তাঁর কাছে দুটি করণীয় থাকে। একটি হল বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো অন্যটি বিলটি সংশোধনের জন্য বিধানসভায় ফেরত পাঠানো। কিন্তু রাজভবন থেকে কোনও পদক্ষেপই করা হয়নি। ফলে বিলগুলি কোনো ভাবেই আইনে পরিণত হচ্ছে না।
কেন রাজ্যের বিল আটকে রাখা হয়েছে তা নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। জানা গিয়েছে, বিধানসভায় পাশ হওয়া যে বিলগুলি আটকে রয়েছে তার মধ্যে রয়েছে গণপিটুনি সংক্রান্ত বিল, হাওড়া ও হুগলি পুরসভাকে একত্রিত করা বিল, মুখ্যমন্ত্রীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা সংক্রান্ত আটটি বিল।